শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়কক্সবাজার সৈকতে ঝুলে থাকা পর্যটকের ঘটনায় প্যারাসেলিং বন্ধের নির্দেশ

কক্সবাজার সৈকতে ঝুলে থাকা পর্যটকের ঘটনায় প্যারাসেলিং বন্ধের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত প্যারাসেলিং এখন নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সম্প্রতি নিয়ন্ত্রণ হারানোর কারণে এক পর্যটক ঝাউগাছে আটকে দড়িসহ ঝুলে ছিলেন, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনা ঘটেছে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে, ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ কর্তৃক পরিচালিত একটি প্যারাসেলিং রাইডে। দুপুরে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনার পর জেলা প্রশাসনের নজরে আসে।

দূর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক প্যারাস্যুটের দড়িসহ ঝাউগাছের ডালে আটকে যান। বেশ কিছুক্ষণ তিনি ঝুলে ছিলেন, নিচে থাকা লোকজন উদ্বিগ্নভাবে তাকিয়ে থাকেন। পরে প্যারাসেলিং সংস্থার কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, “তিনি অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। দেখে মনে হচ্ছিলো যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে নিচে নামিয়ে আনেন। তখন ওই পর্যটক আতঙ্কিত ছিলেন।”

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ জানান, কোনো আহত ব্যক্তি হয়নি। পর্যটক নিজে নিয়ম মেনে চলেননি, যার ফলে পরিস্থিতি তৈরি হয়। উদ্ধারকালে পর্যটক তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, “পর্যটক সুস্থ আছেন। তবে এই ঘটনার পর সৈকতের সব প্যারাসেলিং কার্যক্রম সময় পর্যন্ত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments