স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ বছর বিজয় দিবসে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হবে না। তবে দিবসের কর্মসূচি কমছে না—বরং আগের তুলনায় আরও বিস্তৃত আয়োজন থাকছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিজয় দিবস উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই। কর্মসূচি আগের চেয়েও সমৃদ্ধ হবে।”
গত বছরও বিজয় দিবসে প্যারেড হয়নি।
সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পরিচয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনাটি তাঁর জানা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আগে অবগত ছিলাম না। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”



