শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিছাত্রলীগরাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর: ছাত্রলীগ নেতাসহ ৫ জন...

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর: ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার রাতে রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

  • গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা,
  • উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা,
  • শাফিন সরদার,
  • এনামুল হক জনি,
  • কাজী অপু

এর আগে, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩,০০০ থেকে ৩,৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার বিষয় ছিল নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার সময় পুলিশের গাড়ি ভাংচুর

এ ঘটনায় পুলিশ জানায়, নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে, হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। বর্তমানে গোয়ালন্দ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পুলিশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments