ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নম্বর) ভোটকেন্দ্র পরিদর্শনের পর ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উৎসাহিত ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই আলাদা বুথ বরাদ্দ থাকবে নরমাল নারী ও পুরুষ বুথের পাশাপাশি। নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে হয়, সেজন্য রাজস্ব বিভাগ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই বাহিনীগুলোকে পর্যবেক্ষণ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে,যার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং করা সম্ভব হবে। অগ্রিম পরিকল্পনামাফিক, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ৪০ হাজার নতুন বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাংবাদিকদের অভিযোগের জবাবে তিনি আরও জানান, বাসস্ট্যান্ড বা টেম্পুস্ট্যান্ড দখল করে রাখার মতো “চাঁদাবাজি” বরদাশত করা হবে না এবং ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, পরিদর্শনের অংশ হিসেবে র্যাব-১০ সদর দফতরে এবং কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে বন্দিদের খাদ্য, জীবনযাত্রার মানসহ পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।