ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত ছাত্রসংগঠনের কারণে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এসব গোপন রাজনৈতিক কার্যক্রমের কারণে শিক্ষাঙ্গনে মব তৈরি হচ্ছে, যা বন্ধ করা জরুরি।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা মানসিক আঘাত পেয়েছে। ছাত্রদল শিক্ষার্থীদের এই আবেগকে সম্মান জানিয়ে ভবিষ্যতের রাজনীতি পরিচালনা করতে চায়।
রাকিব আরও জানান, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে উত্থাপন করেছেন।