চাঁপাইনবাবগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে যৌথ বাহিনী ৪০ জনকে গ্রেপ্তার করেছে। জেলা সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় একযোগে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পলাতক আসামি এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের ধরতে এই অভিযান পরিচালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, রাতভর অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সন্দেহভাজন অপরাধীদের আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে।



