আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সরকারিভাবে ঘোষণা থাকার পর নির্বাচনী প্রস্তুতি বাড়াতে অতিরিক্ত অর্থ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বাজেটে আরও ৪৪০ কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
ইসি সূত্র বলছে, এই অতিরিক্ত বরাদ্দ মূলত দুইটি প্রকল্পের জন্য—
১) আইডিইএ প্রকল্প–১ (দ্বিতীয় পর্যায়) সংশোধিত প্রকল্প
২) বিদেশে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্প
দ্বিতীয়টি সম্পূর্ণ নতুন প্রকল্প, যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ও বিদেশে ভোটদান প্রক্রিয়াকে আধুনিক করতে নেওয়া হচ্ছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনি বছরের বিশেষ পরিস্থিতি বিবেচনায় বাড়তি বরাদ্দ প্রয়োজন। বরাদ্দ অনুমোদন হলে কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সহজ হবে।
বর্তমান বাজেট ও নতুন প্রস্তাব
বর্তমান (২০২৫–২৬) অর্থবছরের বাজেটে ইসির জন্য দুটি প্রকল্পসহ মোট বরাদ্দ রয়েছে ২২৯ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে—
- আইডিইএ প্রকল্প–১ পেয়েছে ২১০ কোটি টাকা,
- আইসিটি সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পেয়েছে ৯ কোটি ৫ লাখ টাকা,
- এবং অননুমোদিত প্রকল্পের থোক বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি টাকা।
তবে জুলাই–অক্টোবর পর্যন্ত এসব প্রকল্পে এক টাকাও ব্যয় হয়নি বলে জানা গেছে।
মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া আইডিইএ প্রকল্পটির ব্যয় বাড়িয়ে আরও ৪০০ কোটি টাকা যোগ করার প্রস্তাব দিয়েছে ইসি, ফলে প্রকল্পটির আপডেটেড ব্যয় দাঁড়াবে ৬১০ কোটি টাকা।
এ ছাড়া প্রবাসীদের ভোটদান ব্যবস্থার নতুন প্রকল্পে ৩৯ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
সব মিলিয়ে বর্তমান বাজেটের ২২৯ কোটি টাকা থেকে সংশোধিত বাজেটে মোট ৬৫৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ড. কাইয়ুম আরা বেগম বলেন, এটি নির্বাচনী বছর হওয়ায় প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।



