রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে আজ শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অগভীর এলাকায়।
অপ্রস্তুত অবস্থায় অনেক মানুষ ভবন থেকে বের হয়ে এসে খোলা স্থানে আশ্রয় নেয়। তবে এখনো কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎসস্থল ঢাকার খুব কাছে হওয়ায় রাজধানীতে এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়।



