জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক ধাপ উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে এই দলগুলোকে পরবর্তী ধাপের জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে। এখন মাঠপর্যায়ে যাচাই করে দলগুলোর তথ্য ও কাঠামো নিশ্চিত করা হবে।
রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্ধারিত শর্ত অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হয়। এছাড়া সংসদ সদস্য থাকা বা পূর্ববর্তী নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতার অন্তর্ভুক্ত।
প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথমে প্রাথমিক যাচাই হয়, এরপর মাঠপর্যায়ের তদন্ত ও তথ্য মিলিয়ে আপত্তি ও দাবির সুযোগ দেওয়া হয়। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে যোগ্য দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।