বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের নাগরিক অধিকার তথা বাক, ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাষ্ট্রের স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সামনের কাতারে থেকে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি স্মরণ করেন, ৮০’র দশকে স্বৈরশাসনের অবসান ঘটাতে বিএনপির নেতৃত্বে গঠিত ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব সালাম তালুকদার ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও দায়িত্বশীল রাজনীতিবিদ। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি কর্তব্যে অটল থেকেছেন। রাজনীতিতে তাঁর মার্জিত ও সংস্কৃতিমনা চরিত্র তাঁকে বিশেষভাবে সমাদৃত করেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে সালাম তালুকদার দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন। পাশাপাশি মন্ত্রী হিসেবে দুই মেয়াদে তিনি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণের লড়াইয়ে তাঁর অবদান দল ও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মির্জা ফখরুল আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।