শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিমির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা–৮ আসনের জন্য দলীয় মনোনয়নফর্ম সংগ্রহ করেন। একই আসন—পল্টন, মতিঝিল, শাহবাগ ও রমনা নিয়ে গঠিত ঢাকা–৮—থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও এনসিপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন; তিনি বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। আজ এনসিপির মনোনয়ন সংগ্রহের শেষ দিন ছিল, এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা। উল্লেখযোগ্য যে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উদ্দেশে রিকশাচালক সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি জনসমর্থন ও প্রশংসা অর্জন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments