শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিরিভিউ আবেদনের পর ‘আমজনতার দল’সহ সাত দলকে পর্যালোচনায় নিল ইসি

রিভিউ আবেদনের পর ‘আমজনতার দল’সহ সাত দলকে পর্যালোচনায় নিল ইসি

রিভিউয়ের আবেদন করার পর ‘আমজনতার দল’সহ সাতটি রাজনৈতিক দলকে নিবন্ধন–সংক্রান্ত পর্যালোচনার আওতায় এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রিভিউ আবেদনের ভিত্তিতে সাতটি দলকে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দলগুলো হলো—
বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ,
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি),
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (শাজাহান সিরাজ),
জাতীয় জনতা পার্টি,
বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি,
আমজনতার দল
এবং জনতার দল

শেষ মুহূর্তে নিবন্ধন পাওয়া দলগুলো নির্বাচনী সুবিধা থেকে বঞ্চিত হবে কি না—এ প্রশ্নের জবাবে সচিব বলেন, “শেষ সময়ে নিবন্ধন পাওয়া দলগুলো লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না—এটাই বাস্তবতা।”

আমরণ অনশন থেকে পর্যালোচনায়

নিবন্ধন না পাওয়ায় চলতি মাসের শুরুতে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তাঁর অভিযোগ ছিল—সব যোগ্যতা পূরণ করলেও নির্বাচন কমিশন তাঁদের নিবন্ধন দিচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় দলটি বঞ্চিত হচ্ছে।

বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল সেই সময় তাঁর প্রতি সংহতি জানিয়ে আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছিল।

অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে প্রায় ১৩৩ ঘণ্টা পর অনশন ভাঙেন তারেক রহমান। আজ নির্বাচন কমিশন তাঁর দলের রিভিউ মামলাকে পর্যালোচনা তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments