রাজনৈতিক প্রতিহিংসার কারণে বরখাস্ত হওয়া মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, যিনি বাঁশখালী হামেদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইন অনুসারে লড়াই করে ১১ বছর পর নিজ পদে ফিরে এসেছেন। এ তথ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম বিভাগের পরিদর্শক জি এম শামসুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে নিশ্চিত করেছেন
১৯৯১ সালের নভেম্বরে অধ্যক্ষ পদে যোগদানের পর তিনি এমপিওভুক্ত হন। কিন্তু ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে বিধি অনুযায়ী ছুটির জন্য আবেদন করলে, গভর্নিং বডি তা মঞ্জুর না করে বরখাস্ত করেন। তিনি পরে আদালতে যান এবং ২০১৫ সালের রিটের রায়ে ছুটি ও বরখাস্ত আদেশ বাতিলযোগ্য ঘোষণা করা হয়েছিল।
অবশেষে ১১ আগস্ট শিক্ষা বোর্ড অধ্যক্ষ পদে পুনর্বহালের নির্দেশ জারি করে গভর্নিং বডির সভা অনুরোধ করেন। অধ্যক্ষ জহিরুল ইসলাম জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম, আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।