বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

বহুবার তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২০ আগস্ট উদ্বোধন করা হবে দ্বিতীয় তিস্তা সেতু। সোমবার রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত এক চিঠির বরাত দিয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২ আগস্ট উদ্বোধনের কথা থাকলেও তা পিছিয়ে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়। শেষ মুহূর্তে আবারও তারিখ এগিয়ে এনে ২০ আগস্ট চূড়ান্ত করা হয়েছে। সেতুর লাইটিং, রংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর থেকেই কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে, যা দুই জেলার অর্থনীতি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

উজ্জ্বল চৌধুরী জানান, নতুন সেতুর মাধ্যমে কুড়িগ্রাম থেকে গাইবান্ধা হয়ে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমবে এবং যাতায়াত সময় ৩-৩.৫ ঘণ্টা পর্যন্ত সাশ্রয় হবে। সেতুটি সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

১,৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্থের এই পিসি গার্ডার সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৮৫ কোটি টাকা, যা এলজিইডির ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প। সেতুর সঙ্গে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক, ৫৮টি বক্স কালভার্ট এবং ৯টি আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে। ভাঙন রোধে সেতুর দুই পাশে প্রায় সাড়ে ৩ কিলোমিটার নদী শাসন কাজও সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments