শেরপুরের নালিতাবাড়ীতে রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ঘটনায় আলোচনায় এসেছে মাওলানা মো. আব্দুল্লাহ বাদশার নাম। দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থাকা এ নেতা সম্প্রতি “আমার বাংলাদেশ পার্টি” (এবি পার্টি)-তে যোগ দিয়েছেন।
গত ১১ আগস্ট রাতে নালিতাবাড়ী পৌর জামায়াত শাখা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক যোগাযোগ না রাখেন।
অন্যদিকে, এবি পার্টি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে বলে দাবী করেন তিনি।