বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতাল ছেড়ে গেছেন। এক বড় ধরনের জরুরি শল্যচিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ, তবে বিশ্রাম প্রয়োজন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার বেলা ১১টায় একটি প্রেস ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ডা. শফিকুর রহমান হাসপাতাল ত্যাগ করেছেন এবং বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন। তিনি প্ল্যান অনুযায়ী দুই সপ্তাহ রুটিন বিশ্রাম নেবেন, কিন্তু বাসা থেকেই দলের পরামর্শমূলক কার্যক্রম চালিয়ে যাবেন। আশা করা হচ্ছে, তিন সপ্তাহের মধ্যে তিনি আবার জনসমক্ষে উপস্থিত হতে পারবেন।
আনুষ্ঠানিকতা খরচ করে হাসপাতালের চিকিৎসক, আয়া, পরিষ্কারক সহ পুরো টিমকে জামায়াত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়, বিশেষ করে অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান ও হাসপাতালের MD-কে উল্লেখযোগ্য সম্মান জানানো হয়।