শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়নির্বাচিত সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে

নির্বাচিত সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘বিপ্লব ও গণঅভ্যুত্থানের সফলতা ও ব্যর্থতা : ৭ নভেম্বর থেকে ৫ আগস্ট’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, নির্বাচিত সরকারকে অবশ্যই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে। তিনি মন্তব্য করেন, গত বছর বিপ্লব শেষ হয়েছে—এমনটা ভাবা ভুল; বরং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ বিপ্লব চলমান থাকবে। মাহমুদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই নির্ধারিত সময়েই নির্বাচন হওয়া প্রয়োজন। সময়মতো নির্বাচন না হলে যে অস্থিরতা তৈরি হবে, তা ভারতের জন্য সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কারণ শুদ্ধি অভিযান না হওয়ায় প্রশাসনিক জটিলতা এবং আওয়ামী দোসরদের তৎপরতা অবাধ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, জুলাই বিপ্লবকে সরকারসহ অনেকেই ‘বিপ্লব’ বলতে দ্বিধা করে; তা না হলে তারা নিজেদের বিপ্লবী সরকার ঘোষণা করত। বিপ্লবকে ধারণ করতে না পারার কারণেই শুদ্ধি অভিযান হয়নি। জুলাই বিপ্লবীদের উদ্দেশে তিনি বলেন, গুলি খেতে যাওয়ার মুহূর্তে কেউ মন্ত্রী হওয়ার লোভ করেনি; তরুণ প্রজন্ম আবু সাঈদের মতো হতে চেয়েছিল বলেই বিপ্লব সফল হয়েছে। যারা এ বিপ্লব করেছে তারাই দেশকে সঠিক পথে আনতে সক্ষম—তাই তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, তরুণরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশ পথ হারাবে না এবং সঠিক পথে চলতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহা. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, অধ্যাপক ইমেরিটাস ড. আজহারুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments