ককটেল বিস্ফোরণ ও নাশকতার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার ডিবির নতুন ‘সাইবার সাপোর্ট সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, অভ্যুত্থানের পর একসময় ডিএমপি প্রচণ্ড চাপের মধ্যে ছিল। অনেক বাধা–বিপত্তি সত্ত্বেও কর্মকর্তা–কনস্টেবলদের কঠোর পরিশ্রমে এখন মনোবল ফিরে এসেছে। এমন অবস্থায় আবার মনোবল ভাঙার চেষ্টা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, “পুলিশ দুর্বল হয়ে পড়লে মানুষের বাড়িঘর নিজেদেরই পাহারা দিতে হবে।”
ডিএমপি কমিশনার আরো জানান, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধ বাড়ছে। জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস—এসব এখন বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় আধুনিক ল্যাব, বিশেষজ্ঞ টিম এবং ২৪ ঘণ্টা সহায়তাসহ একটি পূর্ণাঙ্গ সাইবার ইউনিট চালু করা হয়েছে।
নারী ও কিশোরদের অনলাইন হয়রানি প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি। নাগরিকরা এখন সরাসরি ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের ফেসবুক পেজ বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি। তিনি শুধু তার বাহিনীকে আইনে যা বলা আছে তা মনে করিয়ে দিয়েছেন।



