মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক–ব্যাটার মুশফিকুর রহিম আবারও লিখলেন নতুন ইতিহাস। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জর্ডান নিলের বল স্কয়ার লেগে ঠেলে নেওয়া একটি সিঙ্গেল তাঁকে এনে দেয় ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি—আর সেটি তাঁর শততম টেস্টেই।
সেঞ্চুরি পূরণের সঙ্গে সঙ্গে গ্যালারিতে ছড়িয়ে পড়ে করতালি, আর মুশফিক সিজদায় কৃতজ্ঞতা জানান। প্রথম দিনেই তিন অঙ্কে পৌঁছানোর সুযোগ ছিল তাঁর, তবে আম্পায়ারদের সিদ্ধান্তে তা হয়নি। দ্বিতীয় দিনের শুরুতেই ধরা দেয় প্রতীক্ষিত সেঞ্চুরি।
টেস্ট ক্যারিয়ারের মাইলফলক
২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ব্যাটার।
তাঁর উল্লেখযোগ্য কীর্তি—
- বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান
- সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি
- ১৩টি সেঞ্চুরি—মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বাধিক
- বিশ্বের ১১তম ক্রিকেটার, যিনি শততম টেস্টে সেঞ্চুরি করলেন
মিরপুর টেস্টে তিনি করেন ১০৬ রান।
সামাজিকমাধ্যমে অভিনন্দনের বন্যা
মুশফিকের এই ঐতিহাসিক অর্জনে সামাজিকমাধ্যমে চলছে অভিনন্দনের ঢল।
রুবেল হোসেন
অফিশিয়াল পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন—
“এই সাফল্য পুরো জাতির গর্ব।”
আরেক পোস্টে বলেন—
“শততম টেস্টে শত রান—ক্লাস ইজ পার্মানেন্ট।”
তাসকিন আহমেদ
“মাইলফলকের ম্যাচে মাইলফলকের ইনিংস। অভিনন্দন মুশফিক ভাই।”
মেহেদী হাসান মিরাজ
“আলহামদুলিল্লাহ। অভিনন্দন মুশফিক ভাই।”
তাওহীদ হৃদয়
“এই সেঞ্চুরির সাক্ষী হওয়া আমার জন্য গর্ব।”



