নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—নিউইয়র্কে তা কার্যকর করা হবে।
৩৪ বছর বয়সী মামদানি ৪ নভেম্বর মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। তিনি আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, গাজায় গণহত্যা, বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে গত নভেম্বরে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে বৈঠকে মামদানি বলেন, “পরোয়ানাটি এখানে বহাল রয়েছে। নিউইয়র্কে এলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।” পরে এবিসি৭-এর লাইভ শোতেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মামদানি নিউইয়র্ককে “আন্তর্জাতিক আইনের শহর” বলে আখ্যায়িত করে বলেন,
“আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। নেতানিয়াহু হোক, ভ্লাদিমির পুতিন হোক—কারও জন্য ব্যতিক্রম নেই। আমি ট্রাম্পের মতো নিজের মতো করে আইন বানাই না; বিদ্যমান আইনই মেনে চলি।”
এই মন্তব্য যুক্তরাষ্ট্রে ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে চলমান রাজনৈতিক বিতর্ককে আরও উত্তপ্ত করেছে।



