জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে এনসিপির মনোনয়ন ফরম নিয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার। বুধবার (১৯ নভেম্বর) বিকালে অনলাইনে ফরম ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি তিনি দৈনিক যুগান্তরকে নিশ্চিত করেন।
এর আগে গত ১৩ নভেম্বর একই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার প্রয়াত আবদুল মান্নান মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বর্তমানে ঢাকা ও কুমিল্লা জজকোটের আইনজীবী হিসেবে কর্মরত। ২০২৩ সালের দেবিদ্বার পৌর নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মনোনয়ন ফরম নেওয়ার বিষয়ে তিনি বলেন, “এনসিপি হলো জুলাই যোদ্ধাদের দল। তাদের নেতৃত্বে দেশে বিপ্লব হয়েছে, আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এনসিপির কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে—তাই তাদের সঙ্গে কাজ করতে চাই।”



