বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গুজারা শহরে একটি যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই বাসটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান।

নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহীও রয়েছেন। তবে বাসের ৭০ জন যাত্রীর মধ্যে মাত্র তিনজন জীবিত উদ্ধার হয়েছেন। জানা গেছে, তারা সবাই ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন এবং সম্প্রতি ইরান সরকারের নির্দেশে দেশে ফিরছিলেন।

জাতিসংঘের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান শরণার্থী ইরান থেকে দেশে ফিরেছেন।

সূত্র: এএফপি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments