চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ নুরুল আলম মুজাহিদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নুরুল আলম টেকনাফ থানার হৃীলা ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে।
অভিযানে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অংশ নেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।