দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর ঘোড়াশালের কাছে উৎপত্তি হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
রাজধানীর বংশালে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিনজন পথচারী নিহত হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরের দেয়াল ধসে প্রাণ হারিয়েছে এক শিশু। নরসিংদীতে দেয়ালচাপায় বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দুই শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।



