শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়ভূমিকম্পে প্রাণহানি–ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

ভূমিকম্পে প্রাণহানি–ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

দেশজুড়ে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়া ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুরে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতোমধ্যে এক শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থী, গাজীপুরের কারখানার শ্রমিকসহ নরসিংদী ও অন্যান্য জেলায় প্রায় একশর মতো মানুষ আহত হয়েছেন।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সংগ্রহে কাজ করছে।”

এ ছাড়া তিনি আশা প্রকাশ করেন যে দেশবাসী ধৈর্য ধরে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করবেন।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর মাত্রা ছিল ৫.৭ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments