রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশন এলাকার মেট্রোরেল লাইনে আজ শুক্রবার সকালে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।
সকাল সাড়ে ১১টার দিকে স্টেশনে দায়িত্বে থাকা কর্মকর্তারা লাইনের ওপর সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা মূল্যায়ন করে ককটেল দুটি সরিয়ে নেয়।
ডিএমপির সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার জাহেদ পারভেজ চৌধুরী উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ককটেল দুটি নির্ধারিত প্রক্রিয়ায় নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনার কারণে মেট্রোরেল চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেনি। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। কীভাবে ককটেলগুলো লাইনে পৌঁছাল এবং কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, তা তদন্ত করছে পুলিশ।



