সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ভূমিকম্পে কী ধরনের ক্ষতি হয়েছে তা দ্রুত যাচাই করতে মাঠপর্যায়ে কাজ শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর দেশের মানুষের উদ্বেগ–উৎকণ্ঠার বিষয়টি সরকার জানে এবং পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাইয়ের জন্য প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সক্রিয় করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির যে প্রাথমিক তথ্য মিলছে, ফায়ার সার্ভিসের দল সেগুলোতে তাৎক্ষণিকভাবে সাড়া দিচ্ছে এবং ঝুঁকি চিহ্নিতকরণে কাজ করছে।
প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজব বা ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী নির্দেশনা জানানো হবে।
তিনি আরও জানান, নাগরিকদের জীবন–সম্পদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



