রাজধানী ঢাকাসহ দেশের বহু অঞ্চলে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।
রাজধানীতে বিভিন্ন ভবনে ফাটল
কম্পনের পর রাজধানীর কয়েকটি ভবনে ফাটল ও কিছু ক্ষেত্রে হেলে পড়ার ঘটনা ঘটে। আরমানিটোলার কসাইটুলি এলাকার আটতলা ভবন ধসে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিসের ইউনিট গেলেও পরে দেখা যায় ভবনটি অক্ষত—শুধু কিছু পলেস্তার খসে পড়েছে।
বংশালে তিনজনের মৃত্যু
ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।
বাড্ডা, হাতিরঝিল, কলাবাগান, শেওড়াপাড়া—বহু এলাকায় ভবন হেলে পড়া
- বাড্ডা লিংকরোডে একটি বহুতল ভবন পাশের ভবনের দিকে হেলে গেছে।
- হাতিরঝিল–মধুবাগেও একটি ভবন হেলে পড়েছে।
- কলাবাগানের আবেদখালী রোডে সাততলা ভবন হেলে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
- শেওড়াপাড়া ও খিলগাঁও সিপাহীবাগেও ভবন হেলে পড়ার ঘটনা জানা গেছে।
নিটোর হাসপাতালে বড় ফাটল
আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এর একটি ভবনের দুই দেয়ালের সংযোগস্থলে বড় ধরনের ফাটল দেখা গেছে।
খিলগাঁও ও বারিধারায় আহত–আগুন
- খিলগাঁওয়ের নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হয়েছেন।
- বারিধারা ব্লক–এফ–এ একটি বাসায় আগুন লাগে। আগুন ভূমিকম্প–সংশ্লিষ্ট কি না তা জানা যায়নি।
মুন্সিগঞ্জে আগুন
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের সতর্কতা বাস্তবে রূপ নিচ্ছে
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলছেন, বিল্ডিং কোড না মেনে নির্মিত দুর্বল ভবনগুলো মাঝারি মাত্রার ভূমিকম্পেও মারাত্মক বিপদের মুখে পড়তে পারে। আজকের পরিস্থিতি সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করে তুলেছে।



