শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময়

সেনাকুঞ্জে খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময়

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল চারটায় গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি সেনানিবাসের উদ্দেশে রওনা হন এবং সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানস্থলে বেগম খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশেই আসন নির্ধারণ করা হয়। দুজনকে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়।

সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার। গাড়িবহরে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য সেনাকুঞ্জে যোগ দেন।

গত বছরের একই অনুষ্ঠানে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতার কারণে তিনি নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেন না। গত এক বছরে তাঁকে প্রকাশ্যে দেখা গেছে শুধু একবার—গত ৮ অক্টোবর রাতে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments