রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রয়োজন হলে নাগরিকরা ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম।
বিজ্ঞপ্তিতে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে পড়া রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



