রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
spot_img
Homeজাতীয়দেশের ভেতরে পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে নিবন্ধন

দেশের ভেতরে পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। একইসঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক—নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার—অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন করতে পারবেন। সময়সীমা থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিন। শনিবার ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন এবং বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন। ইসি সচিব আখতার আহমেদও জানান, প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তির জন্য ১৫ দিনের নিবন্ধনসুযোগ থাকবে। গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর ১৯ নভেম্বর থেকে অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধে নিবন্ধনসীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ ও ১৯ হাজারের বেশি নারী ভোটার। সর্বাধিক নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে ৩৮ হাজারের বেশি। যুক্তরাষ্ট্র থেকে ১৯ হাজারের বেশি, সিঙ্গাপুর ১১ হাজারের বেশি, মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি প্রবাসী নিবন্ধন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments