বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে—এ কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। সংশ্লিষ্ট বোর্ড তার চিকিৎসা নিয়ে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড।



