ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এখন আর অপেক্ষার বিষয় নয়—চলতি সপ্তাহের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তও চূড়ান্ত করেছে কমিশন। আজ রোববার নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তফসিল ঘোষণার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। তাঁর ভাষায়, “প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। ৮ থেকে ১৫ ডিসেম্বরের এই সময়ের মধ্যেই যেকোনো দিন তফসিল প্রকাশ করা হবে। আমরা প্রস্তুত আছি।”
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এবার নির্বাচনে ভোটগ্রহণের সময় পূর্ববর্তী ধারার চেয়ে বাড়ানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, দেশে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের বেলা ৮টা থেকে ৪টার সময়সীমার তুলনায় এই একটি ঘণ্টা বৃদ্ধি কমিশনের মতে ভোটারদের অংশগ্রহণ আরও সহজ করবে।
ইসির মতে, তফসিল ঘোষণা সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের প্রস্তুতি, ভোটগ্রহণ কর্মকর্তাদের চূড়ান্ত তালিকা, নিরাপত্তাব্যবস্থা, লজিস্টিক সহায়তাসহ প্রয়োজনীয় সব খাতেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “এটি দেশের সবচেয়ে বড় নির্বাচন কার্যক্রম। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”
তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ এবং প্রচারণা—সবই ধাপে ধাপে শুরু হবে। ফলে নির্বাচনী প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে বলা যায়।



