সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
spot_img
Homeশিক্ষাগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু বুধবার

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু বুধবার

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী বুধবার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা যথাক্রমে ইউনিট-এ, বি ও সি-তে আবেদন করতে পারবে। ইউনিট–এ–তে আবেদন করতে এসএসসি ও এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৭.০০ এবং পৃথকভাবে অন্তত ৩.২৫ প্রয়োজন; ইউনিট–বি–তে মোট জিপিএ ৬.০০ এবং পৃথকভাবে অন্তত ৩.০০; ইউনিট–সি–তে মোট জিপিএ ৬.২৫ এবং পৃথকভাবে অন্তত ৩.০০ থাকতে হবে। ও–লেভেলে পাঁচ বিষয়ে পাসসহ তিনটিতে বি গ্রেড এবং এ–লেভেলে তিন বিষয়ে পাসসহ দুইটিতে বি গ্রেড থাকতে হবে; এ ক্ষেত্রে ফলাফলের কাগজ অনলাইনে আপলোড করে সমমান যাচাই সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সব তথ্য gstadmission.ac.bd–এ পাওয়া যাবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ (সি ইউনিট), ৩ এপ্রিল (বি ইউনিট) ও ১০ এপ্রিল (এ ইউনিট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত; এ ইউনিটের আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা ১০ এপ্রিল বিকাল ৩টা থেকে ৪টা। প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে, পাশ নম্বর ৩০। ফলাফল প্রকাশ করা হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর শর্ত পূরণ সাপেক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবে। গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালনের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, এমভিএসটিইউ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোবিপ্রবি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবিপ্রবি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ রাঙ্গামাটি, রবীন্দ্র, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা, জামালপুর, চাঁদপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments