সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
spot_img
Homeসারাদেশবাংলাদেশে আর খুন-গুমের রাজনীতি চলবে না: শিবির সভাপতি

বাংলাদেশে আর খুন-গুমের রাজনীতি চলবে না: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি, কিছু কিছু দল বা গোষ্ঠী সেসব নিজেদের হাতে তুলে নিয়েছে; কিন্তু বাংলাদেশে কোনো ধরনের হত্যা, খুন, গুম, পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আর চলবে না, এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতি মেনে নেবে না। রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণ-মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে শুধু হাসিনার পতন হয়নি, বরং এ প্রজন্মের চিন্তায় আমূল পরিবর্তন ঘটেছে, যার অনেক লক্ষণ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে। জুলাই-আগস্টের পর ভেবেছিলাম রাজনীতির সংস্কৃতিতে বড় পরিবর্তন আসবে, কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মাঝে সেই পরিবর্তন স্পষ্ট নয়; বরং কিছু ক্ষেত্রে বিপরীত আচরণও দেখা যাচ্ছে। এ প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটাতে পারে, তাই বাংলাদেশে সহনশীলতার রাজনীতি করতে হবে, কারণ কাদা ছোড়াছুড়ি ও হামলার রাজনীতির কবর জুলাই-আগস্টেই রচিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি। এর আগে বিপুলসংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী জামায়াতের নায়েবে আমীর ডা. তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণ-মিছিল করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments