নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন এবং জানিয়েছেন যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা নির্বাচন আয়োজনের অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে সিইসি জানান, সব ধরনের প্রস্তুতি সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের জন্য কমিশন শতভাগ প্রস্তুত। প্রস্তুতিকালে সহযোগিতা করায় তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নাগরিকরা ইতোমধ্যে নির্বাচনি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন, যা দেশে নির্বাচনি আমেজ সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে ইসিই চালকের আসনে আছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো জরুরি। জাতিকে একটি সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।



