ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা থেকে ১৫৭ জন ভোটার বাদ পড়েছেন। সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ ও উপাচার্যের অনুমোদনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৭৭৫ জন—এর মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র (৫২.৪৮%) এবং ১৮,৯০২ জন ছাত্রী (৪৭.৫২%)।
চূড়ান্ত তালিকা সব হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
হলভিত্তিক ছাত্রী ভোটার সংখ্যা
রোকেয়া হল: ৫,৬৪১
শামসুন নাহার হল: ৪,০৮৪
বাংলাদেশ কুয়েত মৈত্রী হল: ২,১০৩
কবি সুফিয়া কামাল হল: ৪,৪৩৪
ফজিলাতুন্নেছা মুজিব হল: ২,৬৪০
হলভিত্তিক ছাত্র ভোটার সংখ্যা
অমর একুশে হল: ১,২৯৫
কবি জসীমউদ্দিন হল: ১,৩০৩
জগন্নাথ হল: ২,২২২
শেখ মুজিবুর রহমান হল: ১,৬০৬
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল: ১,৯৯৮
ফজলুল হক মুসলিম হল: ১,৭৬২
বিজয় একাত্তর হল: ২,০২৭
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ১,৭৫১
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ১,৯৫৭
সলিমুল্লাহ মুসলিম হল: ৬৬৪
মাস্টারদা সূর্যসেন হল: ১,৪৯৯
স্যার এ এফ রহমান হল: ১,৩৭৭
হাজী মুহাম্মদ মুহসীন হল: ১,৪০২