জামায়াতের ৫০ আসন চাওয়ার খবরকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রতিবাদ
ঢাকা: দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৬ আগস্ট দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত “অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ” শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছিল যে, জামায়াত বিএনপির কাছে কমপক্ষে ৫০টি আসন চেয়েছে। এই তথ্যের প্রতিবাদ জানিয়ে জুবায়ের বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন যে, জামায়াত জোট গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করেনি। তাই ৫০ আসন চাওয়ার খবরটি ‘হাস্যকর’ এবং ‘সম্পূর্ণ মিথ্যা’।
জুবায়ের আরও বলেন, একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে কালের কণ্ঠের কাছ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখজনক। তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। একই সাথে, তিনি কালের কণ্ঠ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন যেন তারা এই প্রতিবাদটি যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করেন।
জামায়াতের ৫০ আসন চাওয়ার খবর ‘মিথ্যা ও ভিত্তিহীন’ — প্রতিবাদ জানিয়েছে দল
RELATED ARTICLES