বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের দায়ে আটক, ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের দায়ে আটক, ছাত্রদল নেতার তদবিরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। আটককৃতদের মধ্যে একজন, আরিফ ফয়সাল, জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের নেতা মাহদিউজ্জামান জ্যোতি আটককৃত ছাত্রকে ছাড়াতে প্রক্টরের কার্যালয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাহদিউজ্জামান জ্যোতি দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে জ্যোতিকে প্রায় ১০ মিনিট ধরে প্রক্টরের অফিসে দেখা গিয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে কোনো রাজনৈতিক পরিচয়ে সুপারিশ করতে কেউ আসেনি। প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments