বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াতের, জাতীয় সেমিনারে পিআর পদ্ধতির নির্বাচন...

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াতের, জাতীয় সেমিনারে পিআর পদ্ধতির নির্বাচন চাওয়া

‘জুলাই ঘোষণা ও সনদের আইনি ভিত্তি’ বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও ফিরে আসবে ফ্যাসিবাদ: জামায়াত নেতৃবৃন্দ


জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী ও গণতান্ত্রিক দল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, দেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, তার জন্য প্রয়োজন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন।

সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

ডা. তাহের বলেন,
“গত ৫৪ বছরে রাজনৈতিক ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছিল। এবার জনগণের আন্দোলনে সেই সরকার পালিয়েছে। কিন্তু আবার যেন ফিরে আসতে না পারে, তার জন্য নির্বাচন পদ্ধতি বদলানো জরুরি।”

তিনি আরও বলেন, “জুলাই সনদকে সংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পিআর পদ্ধতিতে আইনসভার দুই কক্ষে নির্বাচন চাই।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,
“জুলাই ঘোষণা এখনো অসম্পূর্ণ। জনগণের চাওয়ার ভিত্তিতে এটাকে পূর্ণাঙ্গ করে আইনি ভিত্তি দিতে হবে, না হলে ভবিষ্যতে কোনো সরকার মানবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এলডিপি, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, “নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন পদ্ধতির সংস্কার দরকার। পিআর ছাড়া তা সম্ভব নয়।”
তারা মনে করেন, “জুলাই বিপ্লবের অর্জন সংরক্ষণ ও বাস্তবায়ন না হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে।”

সেমিনারে রাজনৈতিক নেতারা ছাড়াও আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments