বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeজাতীয়শিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা: সাদিক কায়েম ভিপি ও ফরহাদ জিএস প্রার্থী

শিবিরের ২৮ সদস্যের প্যানেল ঘোষণা: সাদিক কায়েম ভিপি ও ফরহাদ জিএস প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

আজ সোমবার (১৮ আগস্ট) চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এবং দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহসহ প্রমুখ।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মিলিত দেওয়ার চেষ্টা করেছি। প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসীম, যিনি জুলাইয়ে একটি চোখ হারান।’

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শরিফুল ইসলাম মুয়াজ।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে রয়েছেন সাখাওয়াত জাকারিয়া।

ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। এ তালিকায় রয়েছেন সর্বমিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময় এবং ঢাবি শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ, বিশেষ চাহিদাসম্পন্ন রাইসুল ইসলাম এবং ছাত্রী সংস্থা থেকে সাবিকুন নাহার তামান্না ও আফসানা আক্তারও নির্বাহী সদস্য প্রার্থী হয়েছেন। তালিকায় আরও রয়েছেন শাহিউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন এবং স্টুডেন্টস এগেইনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস বিন মনির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments