শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeখেলাধুলাঅস্ট্রেলিয়ায় পাখির ডিমের কারণে ফুটবল মাঠ এক মাস বন্ধ

অস্ট্রেলিয়ায় পাখির ডিমের কারণে ফুটবল মাঠ এক মাস বন্ধ


অস্ট্রেলিয়ায় অদ্ভুত এক কারণে ক্যানবেরার ২০ মিনিট দূরে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের একটি কৃত্রিম ফুটবল মাঠ এক মাসের জন্য বন্ধ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাঠের মাঝখানে সংরক্ষিত প্রজাতির লিটল রিংড প্লোভার পাখি ডিম দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাঠে খেলা চলাকালীন খেলোয়াড়রা লক্ষ্য করেন, মাঠের ঠিক মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। এর ফলে নির্ধারিত ফুটবল ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়। প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল ও আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময়ে তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখে।

স্থানীয় কাউন্সিল জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সে মাঠটি ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। তারা বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শ অনুযায়ী মাঠটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, “দেশি প্রজাতির সংরক্ষণে সক্রিয় হতে হবে। যদি ডিম সরানোর প্রয়োজন হয়, বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।”

লিটল রিংড প্লোভার পাখি স্থানীয়ভাবে ছোট নথজিরিয়া বা ছোট জিরিয়া নামে পরিচিত। পাখিটির চোখের চারপাশে হলুদ বৃত্ত থাকায় এর ইংরেজি নামকরণ করা হয়েছে।

মাঠ বন্ধের কারণে স্থানীয় ফুটবল দলগুলো বিকল্প মাঠে তাদের ম্যাচ ও অনুশীলন পরিচালনা করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে মাঠের খেলা ও অনুশীলনে বড় কোনো অসুবিধা হয়নি।

এই ঘটনা স্থানীয়দের মধ্যে দেশি প্রজাতি সংরক্ষণ ও বন্য প্রাণীর প্রতি সচেতনতা বৃদ্ধি করার গুরুত্বের ওপর আলোকপাত করেছে। একইসঙ্গে ফুটবল ক্লাব এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় দৃশ্যমান হয়েছে।


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments