শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeজাতীয়সাংবাদিকদের আপত্তি বিবেচনায় নীতিমালা সংশোধনের আশ্বাস সিইসির

সাংবাদিকদের আপত্তি বিবেচনায় নীতিমালা সংশোধনের আশ্বাস সিইসির

ঢাকা: সাংবাদিকদের জন্য প্রণীত গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রোববার নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।

বৈঠক শেষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) চেয়ারম্যান রেজায়োনুল হক রাজা বলেন, সাংবাদিকদের কিছু বিষয়ে আপত্তি রয়েছে। বিজেসি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) যৌথভাবে সেমিনার আয়োজন করে নির্বাচন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের মতামতের ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি জানান, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা এবং কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা নিয়ে সাংবাদিকদের আপত্তি রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কঠোর সময়সীমা নয়, বরং স্থান সংকুলানের বিষয় বিবেচনায় দেওয়া একটি সাধারণ নির্দেশনা।

রেজায়োনুল হক রাজা বলেন, “আমরা আশ্বস্ত যে কমিশন আন্তরিকভাবে সাংবাদিকদের সহযোগিতা করতে চায়। সিসি ক্যামেরা না থাকলেও সাংবাদিকদের ক্যামেরা ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দ্রুত সাংবাদিকদের প্রস্তাব বিবেচনা করে আচরণবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনবে—এমন প্রত্যাশা করছি। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন আরও সহজ হবে এবং জনগণের জানার অধিকারও সুরক্ষিত হবে।

এদিকে আরএফইডি সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করার বিষয়টি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments