ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না আওয়ামী লীগের নৌকা প্রতীক, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ। পাশাপাশি নিবন্ধন বাতিল হওয়ায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ফ্রিডম পার্টি (কুড়াল) এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি—পিডিপি (বাঘ) এর প্রতীকও ব্যালটে থাকবে না। সাধারণ ভোটে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক থাকবে বলে সাংবিধানিক সংস্থার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিদ্যমান নীতিমালার সময়সীমার মধ্যে ভোটগ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক মক ভোটিং পর্যালোচনায় দেখা গেছে, একজন ভোটারের ভোট দিতে সময় লাগছে নির্ধারিত সময়ের তুলনায় বেশি, বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ। বর্তমানে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আট ঘণ্টা ভোটগ্রহণ হয়ে থাকে। মক ভোটিং প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, গণভোট সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ, তাই প্রচার বাড়ানো জরুরি এবং রাজধানীর বাইরে পিছিয়ে থাকা এলাকায় মক ভোটিং করা হলে তা ইসির জন্য সুফল বয়ে আনবে। আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিনের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ দশম কমিশন সভা বসছে, যেখানে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সভায় আরও আলোচনায় থাকবে ভোটের সময় ও কক্ষ বাড়ানোর বিষয়, যাচাই-বাছাইয়ে থাকা নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময়সীমা বৃদ্ধিতে কমিশনের অবস্থান।



