সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
spot_img
Homeসারাদেশকুয়াকাটায় কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

কুয়াকাটায় কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকার ও ব্রাহ্মণবাড়িয়ার যুবক বাইজিদ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আসর নামাজের পরে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স–এর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম–মুয়াজ্জিনসহ কয়েক শতাধিক মুসুল্লি অংশ নেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম ক্বারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো. হুমায়ুন কবির, মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান এবং স্টুডেন্ট অ্যালায়েন্সের সদস্য মুজাহিদ সিফাত ও আরিফুল ইসলাম। বক্তারা বলেন, আবুল সরকার ও বাইজিদ আহমেদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হলেও বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয় এবং ধর্মীয় অবমাননার মতো ঘটনায় কঠোর ব্যবস্থা জরুরি। তারা দ্রুত আইনগত পদক্ষেপ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সংবেদনশীল ধর্মীয় ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন সাহস করবে না, তাই চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments