ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যকে ঘিরে দীর্ঘদিন ধরে চলমান ‘জামায়াত-শিবিরপন্থী’ বিতর্কে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপক তাঁকে প্রশ্ন করেন— “ঢাবি’র বর্তমান উপাচার্য কি জামায়াতে ইসলামি বা শিবির পন্থী?” জবাবে এস এম ফরহাদ বলেন—
“যদি তিনি আমাদের পন্থী হতেন, এতোটা অদক্ষের পরিচয় দিতেন না।”
তাঁর এই উত্তরকে উপস্থিত আলোচক ও দর্শকরা তাৎপর্যপূর্ণ ও সপ্রতিভ জবাব হিসেবে বিবেচনা করছেন। কারণ, ঢাবি উপাচার্যকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে জামায়াত-শিবির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসছিল।