সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর এখন মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে দিনদুপুরে প্রকাশ্যে পাথর লুট চলছে, আর এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ও যুবদল নেতারা। অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে।
সরকার পতনের পর থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা পাথর, এমনকি রোপওয়ে বাঙ্কার এলাকার পাথরও নির্বিচারে উত্তোলন করা হচ্ছে। লুটপাটের পদ্ধতিও বদলে গেছে; এখন হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল, টুকরি নিয়ে সরাসরি কোয়ারি ও আশপাশের এলাকা থেকে মাটি খুঁড়ে পাথর তুলে নৌকায় করে মিলমালিকদের কাছে নিয়ে যাচ্ছেন। পরে এসব পাথর মেশিনে ভেঙে ছোট আকারে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানান, গত দুই-তিন মাসে দিনে ও রাতে মিলিয়ে অন্তত এক হাজারের বেশি বারকি নৌকায় পাথর বহন করা হয়েছে। অথচ এসময় প্রশাসন কার্যত নিষ্ক্রিয় ছিল।
পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের পরিচিত পর্যটন স্পট সাদা পাথর শীঘ্রই বিলীন হয়ে যাবে, ফলে পরিবেশের পাশাপাশি সরকারের রাজস্বেও বড় ধাক্কা লাগবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা পাথরের জিরো পয়েন্টে খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলন, এমনকি ভাগ-বাটোয়ারা নিয়ে মারামারির ঘটনাও ঘটছে।