বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট হলে আর কোনো ভোট পঁচবে না, প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘লিডারশিপ ট্রেনিং’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
অধ্যাপক পরওয়ার বলেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এ ব্যবস্থায় ব্যক্তি নয়, দল নির্বাচন করে জনগণ। এতে কালো টাকা, পেশীশক্তি ও মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকে না। দল যে শতাংশ ভোট পাবে, সেই অনুপাতে সংসদে আসন পাবে। যেমন কোনো দল ৩০ শতাংশ ভোট পেলে সংসদে ৯০টি আসন পাবে। এভাবে ক্ষুদ্র দলগুলোরও অংশগ্রহণ নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, এই পদ্ধতিতে উচ্চশিক্ষিত, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিরা দলীয় তালিকায় অগ্রাধিকার পায়। ফলে একটি দক্ষ ও মানসম্মত সংসদ গঠিত হয়, যা জাতির ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, “ইভিএম হলো একটি মেশিন, আর পিআর হলো একটি নির্বাচনী ব্যবস্থা। এ দুটিকে একসাথে তুলনা করা যায় না। আমরা আমাদের ন্যায্য দাবি তুলেছি, এ দাবি মানতে একদিন সবাই বাধ্য হবে, যেমন একসময় কেয়ারটেকার সরকার ব্যবস্থাও মেনে নিতে হয়েছে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং অঞ্চল টিম সদস্য মওলানা আশেক এলাহী। তারা বলেন, নির্বাচনী কাজে নেতাকর্মীদেরকে প্রশিক্ষিত হতে হবে, মাঠে সক্রিয় থাকতে হবে এবং জনগণের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে আলাদা এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবদুস সামাদ, আবুল বাশারসহ জেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।