বুধবার, আগস্ট ২০, ২০২৫
spot_img
Homeজাতীয়সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস : আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস : আপত্তি শুনানি শুরু ২৪ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোর পুনঃনির্ধারিত সীমানা সম্পর্কে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হচ্ছে।

সোমবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে শুনানির তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট দুপুর ১২টায় কুমিল্লা অঞ্চলের আসনগুলোর শুনানির মধ্য দিয়ে এই শুনানি শুরু হবে। চলবে ২৭ আগস্ট পর্যন্ত।

শুনানিতে পিসির খসড়া সীমানা বিন্যাসের তালিকায় আপত্তি/পরামর্শদাতাদের কাগজপত্রসহ তফসিলে বর্ণিত নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছিল ইসি। এতে জনসংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে চারটি থেকে তিনটি করা হয়েছিল।

গাজীপুরে একটি আসন বাড়িয়ে পাঁচটি থেকে ছয়টির প্রস্তাব করা হয়। এছাড়া ৩৯টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তন আনা হয়।

গত ১০ আগস্ট আপত্তি ও অভিযোগ জানানোর শেষ দিন পর্যন্ত মোট ৮৩টি আসনে ১৭৬০ টি আবেদন জমা পড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments