ডাকসু নির্বাচনে ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে বহিষ্কারাদেশ কার্যকর হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।”
এর আগে ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ’ প্যানেল ঘোষণা করা হয়। সেখানে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক পদে মাহিন সরকার এবং সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি।
ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পৃথক প্যানেল থেকে প্রার্থী হওয়াই বহিষ্কারের মূল কারণ।